সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন দল থেকে পদত্যাগ করে আসন্ন পৌর সভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন।
দল নির্বাচনে না আসলে ও নিজের অবস্থান জানাতে গিয়ে তফসিল ঘোষণার পরপরই পদত্যাগ করে নির্বাচন করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দেন।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দীন নিজ ইচ্ছায় পদত্যাগ করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিএনপি নির্বাচনে নেই,তিনি তার ব্যক্তিগত ইচ্ছা থেকে প্রার্থী হয়েছেন।
প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনায় ব্যস্ত জালাল উদ্দীন।
এনিয়ে স্হানীয় বিএনপির মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলা বিএনপির দায়িত্বে থাকা সহসাংগঠনিক সম্পাদক খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন তার ফেইসবুক টাইমলাইনে জালাল উদ্দীনকে নিয়ে বিরূপ মন্তব্য ও করেছেন। দায়িত্বশীল অনেকেই জানিয়েছেন দল তাকে কোনো সমর্থন দেয়নি। বিএনপি সকল নির্বাচন বর্তমান সরকারের অধীনে বর্জন করেছে। এবিষয়ে জালাল উদ্দীন জানান,তিনি দল থেকে পদত্যাগ করে নির্বাচন করছেন।