পুণ্যভূমি আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর / ১২ / ২০২২
লন্ডনে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। শুধু লন্ডনে নয়, তুষারপাত হয়েছে গোটা বৃটেন জুড়ে। দীর্ঘ সময় ধরে চলা তুষারপাতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। রোববার ১১ই ডিসেম্ভর সন্ধ্যা সোয়া ৭টা থেকে শুরু হওয়া মাঝারি মাত্রার তুষাপাতের কারণে চারদিক বরফের চাদরে ঢাকা পড়েছে।
যদিও বৃটেনের অন্যান্য অঞ্চলে আগেই তুষারপাত শুরু হয়। বর্তমানে আবহাওয়া মাইনাস ওয়ানে নেমে এসেছে। সড়ক, বাড়ির আঙিনা, পার্কসহ চারপাশ এখন সাদা আর সাদা। দীর্ঘদিন পর তুষারপাত হওয়ায় অনেকে বাচ্চাদের নিয়ে রাস্তায় নেমে এসেছেন। শহরের কমার্শিয়াল রোড, হোয়াইটচ্যাপেল, ব্রিকলেই ঘুরে দেখা যায়, শিশুরা স্নো নিয়ে খেলা করছে, অনেকে ছবি তুলছেন। স্থানীয় সময় রাত ১১টার পরে তুষারপাত বন্ধ হলেও আবার শুরু হতে পারে।
এদিকে, পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যাওয়ায় অনেক ফ্লাইট, ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে।
দেশটির ম্যানচেস্টার, হিথ্রো, গেটউইক বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, জমে যাওয়া তুষারপাতের কারণে চলাচল বিঘ্নিত হতে পারে। সকলকে চলাচলে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। তুষারপাত বন্ধ হলেও আগামী সপ্তাহ বৃটেনে প্রচণ্ড ঠান্ডা থাকবে। বর্তমানে হলুদ সর্তকবার্তা দেওয়া হয়েছে। ২০১৩ সালে এরকম তুষারপাত হয়েছিলো বলে জানিয়েছে আবহাওয়া অফিস।