নিজস্ব প্রতিবেদক
এপ্রিল / ১৬ / ২০২৩
দেশে চলমান গ্রীষ্ম মৌসুমে তীব্র দাবদাহ এবং পবিত্র রমজান মাস এর জন্য বিদ্যুতের চাহিদা অত্যাধিক পরিমাণ বেড়ে যাওয়ায় উৎপাদনের সাথে সামঞ্জস্য না হওয়ার কারণে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে বলে দৈনিক পুণ্যভূমিকে জানান বিউবো সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মো: আব্দুল কাদির। তিনি বলেন সিলেটে যেখানে চাহিদা ১৫৭.৪৭ মে.ও সেখানে প্রাপ্ত লোড ৬৩.২৭ মে.ও অর্থাৎ লোড পাওয়া যাচ্ছে অর্ধেকেরও কম। মো: আবদুল কাদির জানান বর্তমানে গ্রাহককে এক ঘন্টা পর পর বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, সোমবার থেকে হয়তোবা এক ঘন্টা বন্ধ রেখে দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন আগামী বুধবার থেকে অফিস আদালত, কলকারখানা বন্ধ হয়ে গেলে সহসাই এই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।