নিজস্ব প্রতিবেদক
মে / ১১ / ২০২৩
দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীকে সিলেট লেখক ফোরামের সম্মানিত উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
ফোরামের বিগত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে উপদেষ্টা মনোনীত করা হয়।
গত ৯ মে সিলেটের লালাবাজার এলাকার টেংরাস্থ আল-মুছিম স্কুল এন্ড কলেজে ফোরাম আয়োজিত সাহিত্য উৎসব সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এ ঘোষণা দেন।
উল্লেখ্য, ফোরামের উদ্যোগে খ্যাতিমান লেখক ও কবি কে এম আবু তাহের চৌধুরীর সম্মানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক পুণ্যভূমি'র প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সংগঠক, সমাজসেবী ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ফোরামের উপদেষ্টা মনোনীত হওয়ায় উক্ত অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উপদেষ্টা মনোনীত করায় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সিলেট লেখক ফোরাম সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি ফোরামের সকল কার্যক্রমে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।