নিজস্ব প্রতিবেদক
জানুয়ারী / ০২ / ২০২৩
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন সিলেটের কৃতিসন্তান প্রফেসর ডা. এ এইচ এম এনায়েত হোসেন। তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।
তাঁর বাড়ি মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে।
রোববার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য (চ্যান্সেলর) স্বাক্ষরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক আদেশে ৪ বছরের জন্য এনায়েত হোসেনকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি করা হয়েছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন ডা. এ.এইচ.এম. এনায়েত হোসেন।
তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস ক্যাডারে নিয়োগ পান।
প্রফেসর এনায়েত হোসেন, বিভিন্ন মেডিকেল কলেজে এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিসটিটিউশনে শিক্ষকতার দায়িত্ব পালন করেন।তিনি ২০০৭ সালে জাতীয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিসটিটিউশনে পরিচালক হিসাবে দায়িত্ব পান।
তিনি ২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর (এনসিডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। পরে অতিরিক্ত মহাপরিচালক (এজিডি) পদে দায়িত্বপ্রাপ্ত হন তিনি।
পদোন্নতির পর তাঁকে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।
২০১৯ সালে নবগঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। ওই বছরের ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।