পুণ্যভূমি ডেস্ক
অগাস্ট / ০১ / ২০২৩
পুণ্যভূমি ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে গত ৩০ জুলাই প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডিয়া বাংলাদেশ সিলেটিজ ক্রিয়েটর ফ্রেন্ডশিপ সামিট’। উদ্ভাবনী সামাজিক সংস্থা ও পিসি মিডিয়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী শ্রী টিংকু রায়। বিশেষ অতিথি ছিলেন ধর্মনগর জেলা পুলিশের এসপি শ্রী ভানুপদ চক্রবর্তী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরা, আসাম ও শিলচরসহ বিভিন্ন অঞ্চলের কনটেন্ট ক্রিয়েটরগণ।
অনুষ্ঠানে সিলেট রত্ন উপাধি পেলেন বাংলাদেশের সিলেটের মেধাবী সংগীত পরিচালক দেবাশীষ দে পল্লব। সিলেটের সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য এ পদক দেয়া হয়। দেবাশীষ দে পল্লব ছাড়াও বাংলাদেশের মুস্তাক বাহার এবং ভারতের তাপস ধর এই উপাধিতে ভূষিত হন ।