সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রাণকেন্দ্র বিশ্বনাথ পুরান
বাজারের ভিতর দিয়েই বিশ্বনাথ জগন্নাথপুর সড়ক চলমান। সেই সড়কের মধ্যেই পৌর
শহরের অতি সন্নিকটে সরকারি আঙারু খালের উপর মস্তোরা সেতু নামে একটি সেতু
রয়েছে। রাত পোহালেই সেই সেতুর উপর দিয়ে ছোট বড় হাজার হাজার যানবাহন চলে
আসছে। জগ্ননাথপুর থেকে ছুটে আসা যানবাহন বিশ্বনাথ পৌর শহর হয়ে সিলেট শহরে
প্রবেশ সহ উপজেলার সীমান্ত ব্রতী এলাকার লোকজন ও বিশ্বনাথ উপজেলা সদরে
প্রবেশ করতে একমাত্র পথ সেই সেতু অতিক্রম করা। সেতুটি অনেক পুরাতন হওয়ায়
পুরোটাই দূর্বল ও ঝুকিপূর্ণ। যেকোনো সময় ভেঙে যাওয়ার ও আশংকা রয়েছে। এরপরে ও
সেই সেতুর উপর দিয়ে জীবনের ঝুকিঁ নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা। পৌরসভা
বাসতবায়নের পর বাজারের ভিতরে চলমান সড়কের কিছুটা সংস্কার কাজ হলেও সংস্কার
হয়নি সেতু। দুপাড়ের কার্পেট উপড়ে যাওয়া সহ সীমাহীন গর্ত আর সেতুর মধ্যে
ফাটল ধরে যাওয়ার ও চিত্র দেখা যায়। এছাড়া ঘটছে দূর্ঘটনা ও। স্হানীয়রা
জানান,আঙ্গারু খাল পুরোটাই দখল ও খননের অভাবে বিলুপ্তির পথে। দীর্ঘদিন যাবৎ
খনন না হওয়ায় স্হানীয় হাজার হাজার কৃষকেরা ও কৃষির সুফল পাচ্ছে না বলে
অনেকেই অভিযোগ করেন। জিতু মিয়া নামে এক ব্যবসায়ী বলেন,পৌর সভার সন্নিকটে
মস্তোরা ব্রিজ যেটি অনেক পুরাতন,সরকারি নজরদারির অভাবে এখন দূর্ঘটনাপ্রবণ।
পৌর শহরে একটি রাস্তায় অল্প কিছু কাজ হয়েছে অনেকদিন আগে কিন্তু সেতু ভেঙে
পূর্ণ রায় নির্মাণ করার কথা শুনেছি এখন ও খোঁজ খবর নেই।
এবিষয়ে
জানতে চাইলে প্রকৌশলী অফিস জানায়,ব্রিজটি ভেঙে নতুন করে পূর্ণ নির্মাণের
টেন্ডার হয়েছে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারনে এই পরিস্থিতি
তৈরি হয়েছে।