সিলেটের বিশ্বনাথ নবগঠিত পৌরসভার উন্নয়নে ২০২১-২০২২ অর্থ বছরে বিভিন্ন খাতে বরাদ্দ হয় ৭৯ লাখ ৬৪ হাজার টাকা। তার মধ্যে করোনা কালীন মাক্স,সাবান ও স্যানিটাইজার বিতরণে ৫ লাখ ৯২ হাজার টাকা ও ডেঙ্গু মশক নিধনে ৫ লাখ ১৪ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে। বাকি ৬৮ লাখ ৫৮ হাজার টাকার পুরোটাই গায়েব রয়েছে। এনিয়ে পৌর সহায়ক কমিটিতেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। সদ্য সাবেক পৌর প্রশাসকের কাছে মৌখিকভাবে হিসাবের তালিকা চাইলে তিনি তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন। আবেদন করে ও পুরো তালিকা পাওয়া যায়নি।
স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব ফারজানা মান্নান সাক্ষরিত ২০২১-২২ অর্থ বছরে অর্থ অবমুক্তকরণ পত্রে উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ খাত,পরিস্কার পরিচ্ছন্নতা প্রচার ও ডেঙ্গু মশক নিধন করোনা মোকাবিলা উপ খাতে ৭৯ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গেল ২১ নভেম্বর সদ্য বিদায়ী প্রশাসকের কাছে তালিকা চাওয়া হলে ৩০ নভেম্বর আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি প্রকল্পের নাম সহ ব্যয় তালিকা দেওয়া হলেও রহস্যজনক কারণে বাকি ৬৮ লাখ ৫৮ হাজার টাকার তথ্য গোপন করা হয়েছে।