নিজস্ব প্রতিবেদক
নভেম্বর / ০১ / ২০২২
নিজস্ব প্রতিবেদক: সোমবার (৩১ অক্টোবর) ভোর থেকে জেলায় ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট ডেকেছিলো সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। জেলার সকল পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে দুই দিনের এ ধর্মঘটের সময়সীমা বুধবার (২ নভেম্বর) ভোর পর্যন্ত।
এ কর্মসূচিতে কাজ না হলে বুধবার থেকে পুরো বিভাগে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট শুরুর হুশিয়ারি দিয়েছিলো সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার কথা বিবেচনা করে মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেন পরিষদের নেতৃবৃন্দ।
সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ পুণ্যভূমি'কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন- জেলা প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে। ৩ নভেম্বর মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দল আসছেন, তাদের সাথে আমাদের দেখা করার সুযোগ করে দেবেন বলে জানিয়েছে প্রশাসন। সেখানে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরবো।