বিজ্ঞপ্তি
নভেম্বর / ১৪ / ২০২২
সিলেট মোবাইল পাঠাগারের সচিব, ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন বলেন,
সংস্কৃতির জগতে মিশু চিরকাল বেঁচে থাকবেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার
শূন্যতাস্থান পুরোন হবার নয়। সংস্কৃতি জগতে মিশফাক আহমদ চৌধুরী মিশুর
অবদান সিলেটের মানুষ যুগযুগ ধরে স্বরণ রাখবে।
তিনি গত ১২ নভেম্বর শনিবার
সন্ধ্যা ৭ টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যলয়ে
সম্মেলিত নাট্য পরিষদের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমদ
চৌধুরী মিশুকে নিবেদিত সিলেট মোবাইল পাঠাগারের ৮০০ তম নিয়মিত সাপ্তাহিক
সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট মোবাইল
পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলীর সভাপতিত্বে ও
পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের পরিচালনায় বিশেষ
অতিথির বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল।
আলোচনা
সভায় লেখাপাঠ ও বক্তব্য রাখেন কবি মকসুদ আহমদ লাল, গীতিকার বাহা উদ্দিন
বাহার, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, কবি সাজিদুর রহমান, মোঃ আব্দুল
জব্বার, খালেদ আহমদ, সম্রাট জাহাঙ্গীর আলম, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল
প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।