বিশ্বনাথ প্রতিনিধি
নভেম্বর / ০১ / ২০২২
আগামী বুধবার সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিতব্য প্রথম নির্বাচনের প্রচারণার শেষ মূহুর্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক আহমদের নৌকা প্রতীকের গণজোয়ার সৃষ্ঠি হয়েছে। মানুষ রাজপথে নেমে এসেছে। সমর্থণ জানাচ্ছে। ২ নভেম্বর পৌর নির্বাচনে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে বলে সোমবার নির্বাচনের শেষ জনসভায় আশাবাদ ব্যক্ত করেছেন সিলেট জেলার নেতারা।
সভায় বিশাল জনসমাগম হয়। এসময় নৌকা আর জয়বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পৌর শহর। ৫ ঘন্টার এ সভায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলার নেতাকর্মিরা। এরআগে ৯ ওয়ার্ড থেকে খন্ড খন্ড এসে মিছিল এসে জনসমুদ্রে রুপান্তরিত হয় পৌর শহরের নতুন বাজারের রামপাশা রোডস্থ সভাস্থল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে। কিন্তু বিশ্বনাথে কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না। এবার সুযোগ এসেছে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী নৌকার প্রার্থী ফারুক আহমকে বিজয়ী করুন। উন্নয়ন পাবেন। তিনি বলেন নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন করছে। উন্নয়ন বঞ্চিত বিশ^নাথের উন্নয়ন চাইলে দলমত নির্বিশেষে আগামী ২ তারিখ নৌকায় ভোট দিয়ে ফারুক আহমদকে বিজয়ী করুন। দেখবেন সকল উন্নয়নের অশিংদার হবেন পৌরবাসী।
এসময় ভোট ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রনজিত সরকার, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য এএইচএম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, বালাগঞ্জ, উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন।