পুণ্যভূমি ডেস্ক
নভেম্বর / ০৯ / ২০২২
বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে নিতেই আওয়ামী লীগের নেতারা আগুন সস্ত্রাসের কথা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এমন কিছু করা হলে তার দায় সরকারকে নিতে হবে। সরকারের জনসমর্থন নেই বলেই তারা বিএনপির গণজোয়ারকে ভিন্ন খাতে নিতে আগুন সন্ত্রাসের কথা বলছে। তাদের সব কিছু তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে।
বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এ সরকারের দমন পীড়ন আর দুর্নীতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। লংঘিত হচ্ছে মানবাধিকার ন্যায়বিচার ও গণতান্ত্রিক ধারা। রিজার্ভ ফাঁকা, চরম লোডশেডিং আর চালের দামের দিকে নজর দিলেই সরকারের সীমাহীন দুর্নীতির প্রমাণ মেলে।