সুনামগঞ্জ প্রতিনিধি
জানুয়ারী / ০৪ / ২০২৩
ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শহর প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গিয়ে সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠান হয়।
সমাবেশে জেলা দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখে। এসময় জেলা নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের পতাকাতলে সকল শিক্ষার্থীদের ঐক্য বদ্ধ ভাবে সমবেত হয়ে আগামী নির্বাচনে প্রত্যেকটি আসনে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে ১৯৭১এর মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ।