ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে'র চেয়ারম্যান মাহমাদুর রশীদের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারী / ২৮ / ২০২৩

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে'র চেয়ারম্যান মাহমাদুর রশীদের ইন্তেকাল
ad-spce

নিজস্ব প্রতিবেদক: ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির চেয়ারম্যান, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট এবং বিবিসিসিআই এর ডিরেক্টর আলহাজ্ব মাহমুদুর রশীদ (৮৭) বার্ধ্যক্যজনিত কারনে মঙ্গলবার বিকেলে আগপাড়া মীরাবাজার সিলেটের তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
মাহমাদুর রশীদ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য যুক্তরাজ্য থেকে তহবিল সংগ্রহে প্রশংসনীয় ভূমিকা পালন করেন।
আলহাজ্ব মাহমাদুর রশীদের মৃত্যুতে দৈনিক পুণ্যভূমির পক্ষে শোক জানিয়েছেন প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ও সম্পাদক আবু তালেব মুরাদ। এছাড়াও শোক জানিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরী কমিটির পক্ষে সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে'র পক্ষে শোক জানিয়েছেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, এস আই আজাদ আলী, আলহাজ্ব মোঃ শামসুদ্দিন, মিছবাহ জামাল, মহিব চৌধুরী, এম এ মতিন, মানিক মিয়া ডা. আলাউদ্দিন আহমেদ, মনসুর আহমেদ খান, গোলাম রব্বানী রুহি আহাদ, আবদাল মিয়া, কাউন্সিলার পারভেজ আহমেদ, কাউন্সিলার জাহাঙ্গীর হক, আলি সাদেক শিপু, এনায়েত খান, আব্দুল মুকিত মুকতার, এখলাছুর রহমান আলী, কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, কামাল এয়াকুব, বাদশা মিয়া, সৈয়দ হাছান, আছিফ ইকবাল, মৌলানা আব্দুর রব, সাববির আহমেদ, আতাহার হুসেন চৌধরী, ফখর আহমেদ , সৈয়দ আমিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম কোরেশী, এ আর খান, জয়নাল আবেদিন, শামীম আহমেদ সহ আরো অনেকে।
তিনি নাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির চেয়ারম্যান হিসাবে ২০১৩ সাল থেকে জড়িত ছিলেন ও বিসিএর প্রেসিডেন্ট থাকাকালিন সময়ে ও পরে ২০০৯ সাল থেকে তিনি হার্ট ফাউন্ডেশনের পারমানেন্ট ডোনার মেম্বার হিসাবে জড়িত ছিলেন। তিনি হার্ট ফাউন্ডেশনের হাসপাতালের জন্য অসামান্য ও অসাধারণ অবদান রেখে গেছেন বিশেষ করে হাসপাতালের জাকাত ফান্ড সংগ্রহ করে বিভিন্ন সময়ে ফান্ড হস্তান্তর করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে তুহিন রশীদ, মাসুদ রশীদ, তাহের রশীদ ও তাজেক রশীদ ও নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে একই দিন বাদ আছর কুচাই পশ্চিমভাগ নওয়াগাঁও জামে মসজিদে। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে'র চেয়ারম্যান মাহমাদুর রশীদের ইন্তেকাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

atyest

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সোমবার বিশ্ব বেতার দিবস। সারা বিশ্বের মত সিলেট বেতারও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিবসটি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক নজরে সাহাবুদ্দিন চুপ্পু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের পরবর্তী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কর্তৃক অনুদান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ওসমানী হাসপাতালে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্নার ও নতুন দুটি ইউনিটের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্ব ইজতেমার কারণে পূর্বনির্ধারিত স্কাউটস কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ক্যাপিটাল মার্কেটের যত জায়গায় সমস্যা ছিল আমরা সমাধান করেছি : বিএসইসি চেয়ারম্যান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce