গোলাপগঞ্জে উন্নয়নের ছোঁয়া লাগেনি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

জানুয়ারী / ০৭ / ২০২৩

গোলাপগঞ্জে উন্নয়নের ছোঁয়া লাগেনি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
ad-spce

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ দীর্ঘদিনেও পায়নি উন্নয়নের ছোয়া। উন্নয়নের আশ্বাস আর প্রতিশ্রুতি ছাড়া এখনো কোন বরাদ্দ পায়নি মাঠটি। মাঠ উন্নয়নের জন্য একটি প্রস্তাব পাঠানোই হলো একমাত্র কাজ। এদিকে, সারা বছর টুর্নামেন্ট আয়োজনের জন্য নির্দিষ্ট মাঠ না থাকায় গোলাপগঞ্জ উপজেলা খেলাধুলায় পিছিয়ে যাচ্ছে বলে মনেকরেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৭-৮৮ সালে এরশাদের শাসনামলে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ধারাবহর এলাকায় ‘উপজেলা স্টেডিয়াম’-এর যাত্রা শুরু হয়। ৩ একরেরও বেশী জায়গার উপরে প্রতিষ্ঠিত এ স্টেডিয়ামে তৎকালে দুটি গোলপোস্ট বসানো হয়। এরপরে আর কোন উন্নয়ন হয়নি এবং মাঠটি দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থেকে যায়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা নিলে ওই স্টেডিয়াম ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নামকরণ করা হয়। পূর্ব থেকে মাঠ থাকায় জমি ক্রয়ের প্রয়োজন না হওয়ায় মাঠটি দ্রুত উন্নয়ন হবে বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। মাঠটির উন্নয়নে বিভিন্ন সময়ে সংশ্লিষ্টরা পরিদর্শন করলেও উন্নয়নের কোন উদ্যোগ দৃষ্টিগোচর নয় বলে জানান স্থানীয়রা।
তারা জানান, চারদিকে টিলা বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত মাঠটি বর্তমানে দেখে মাঠ বলে ঠাওর করা যায় না। এবড়ো থেবড়ো মাঠে কোন খেলাধুলা হয় না। আশপাশের মানুষের কাপড় শুকানো অথবা গরু চরানোর কাজে মাঠটি ব্যবহত হচ্ছে। প্রথমদিকে মাঠে বসানো দুটি গোল পোস্টের একটি ইতিমধ্যে গায়েব হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে মাঠটিই অস্তিত্ব হারাবে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয়রা। বছর চারেক পূর্বে মাঠের উন্নয়ন হবে জানিয়ে স্থানীয়দের মাঠটি কিছুটা সংস্কার করে সমতল আকার দেয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে বলা হলে স্থানীয়রা চাঁদা তুলে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয় করে মাঠটি সংস্কার করেন। কিন্তু এরপরেও মাঠের উন্নয়নে কোন কাজ হয়নি বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী নাজিমুল হক লস্কর জানান, মাঠটি উন্নয়নের জন্য তারা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন। উপজেলা প্রশাসন থেকে অনেক সময় মাঠটি পরিদর্শন করা হলেও কোন অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে এসে মাঠের প্রশংসা করে টিলা বেষ্টিত মাঠটির উন্নয়নে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। এসময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি প্রস্তাব প্রেরণ করেছেন। কিন্তু এরপর আর কোন অগ্রগতির খবর পাওয়া যায়নি।
‘মাঠটির উন্নয়নের কথা অনেক দিন থেকে শুনে আসছি। মাঠ উন্নয়নের জন্য স্থানীয়রা মানববন্ধন পর্যন্ত করেছেন। প্রথম প্রথম শুনে খুশি হয়েছিলাম। তবে এখন হতাশ হতে হচ্ছে।’

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

গোলাপগঞ্জে উন্নয়নের ছোঁয়া লাগেনি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাগলা মসজিদে দানের টাকার পাহাড়, রেকর্ড ২০ বস্তায় চার কোটি ১৮ লাখ টাকা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মাধবপুরে সড়ক দুর্ঘটনা একই পরিবারের চারজনসহ নিহত ৫

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র : প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধরা ট্রফি খড়া কাটাতে চায় বরিশাল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও কেককাটা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুনামগঞ্জে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৪

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কর আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জকিগঞ্জে মিশন ওয়ান মিলিয়নের কম্বল বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce