হাকালুকি হাওরের (মৎস্য অভয়াশ্রম)
পলোভাঙ্গা বিলে অবৈধভাবে বাঁশের বেড়া (খাঁটি) দিয়ে মাছ শিকারের অপরাধে এক
ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
জাহাঙ্গীর হোসাইন এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আরজান আলী।
তিনি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শওকত মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাকালুকি হাওরের (মৎস্য অভয়াশ্রম)
পলোভাঙ্গা বিলে অবৈধভাবে বাঁশের বেড়া (খাঁটি) দিয়ে মাছ শিকার করা হচ্ছে।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন সেখানে অভিযান চালান। এসময় তিনি পলোভাঙ্গা
বিলে অবৈধভাবে বাঁশের বেড়া (খাঁটি) দিয়ে মাছ শিকারের সত্যতা পান এবং আরজান
আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মৎস রক্ষা ও
সংরক্ষণ আইন-১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় আরজান আলীকে ১৫ দিনের বিনাশ্রম
কারাদণ্ড প্রদান করেন।
সহকারী
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বৃহস্পতিবার
বিকেলে বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।