জন্মেই বয়স ৩০! রেকর্ড ভেঙে পৃথিবীর আলো দেখল জোড়া শিশু

পুণ্যভূমি আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর / ২৬ / ২০২২

জন্মেই বয়স ৩০! রেকর্ড ভেঙে পৃথিবীর আলো দেখল জোড়া শিশু
ad-spce

এক-দু’দিন নয়। তিন দশক ধরে টানা ঘুম। তারপরই হঠাৎ একদিন জেগে ওঠা। তন্দ্রা কাটতেই শোনা গেল নবজাতকের কান্না। খুশির রোল উঠল হাসপাতালে। হবে নাই বা কেন! যমজ শিশুর জন্ম যে রেকর্ড বুকে নাম তুলে দিয়েছে চিকিৎসকদের। বিজ্ঞানের ক্ষেত্রে যা এক অনন্য মাইল ফলক বলেই দাবি করেছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে। সম্প্রতি এখানে ৩০ বছরের হিমায়িত ভ্রূণ থেকে জন্ম হয়েছে যমজ শিশুর। মার্কিন চিকিৎসা বিজ্ঞানীদের দাবি, এর আগে এত দীর্ঘ সময়ের কোনও হিমায়িত ভ্রূণকে শিশুর জন্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিল বলেও দাবি করেছেন তারা। পরবর্তীকালে আরও বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ থেকে শিশুর জন্ম হয় কিনা, তা নিয়ে চেষ্টা চালাবেন তারা।
মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, ১৯৯২-র ২২ এপ্রিল ওই ভ্রূণটি সংগ্রহ করা হয়েছিল। তরল নাইট্রোজেনে মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেখে ভ্রূণটিকে হিমায়িত করা হয়। চলতি বছরে ভ্রূণটি ব্যবহার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু কোনও মহিলাই এত দিনের পুরনো ভ্রূণের মাধ্যমে গর্ভধারনে রাজি ছিলেন না। শেষে এগিয়ে আসেন ব়্যাচেল রিজওয়ে নামে এক মার্কিন গৃহবধূ। কিন্তু চার সন্তানের জননী ব়্যাচেল আদৌ এই ধকল নিতে পারবেন কিনা তা নিয়েও সন্দিহান ছিলেন চিকিৎসকরা। সেই কারণে এক মাস ধরে চলে তার শারীরিক পরীক্ষা। পুরোপুরি নিশ্চিত হওয়ার পর হিমায়িত ভ্রূণটি ব্যবহার করেন চিকিৎসকরা। চলতি বছরের অক্টোবরে যমজ শিশুর জন্ম দেন ব়্যাচেল রিজওয়ে।
জন্মের সঙ্গে সঙ্গে ওই যমজ শিশুর নাম ঠিক করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একজনের নাম লিডিয়া অ্যান এবং অপর জনের নাম টিমথি রোনাল্ড রাখা হয়েছে। বর্তমানে কড়া পর্যবেক্ষণে রয়েছে ওই দুই শিশু। ১৬ বছর পর্যন্ত এই যমজের উপর নজর রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হিমায়িত ভ্রূণ থেকে সন্তানের জন্ম দেয়ার পর ব়্যাচেলের স্বামী বলেন, ‘এটা বড় অদ্ভূত ঘটনা। ভ্রূণ সংগ্রহের হিসাব ধরলে লিডিয়া ও টিমথি আমার থেকে মাত্র পাঁচ বছরের ছোট। এটাতে আমি খুব মজা পেয়েছি। ওদের বড় হয়ে ওঠা উপভোগ করব।’ মার্কিন প্রশাসন সূত্রে খবর, এর আগে সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ থেকে সন্তান জন্মের রেকর্ড ছিল মলি গিবসনের। ২৭ বছর ধরে হিমায়িত ভ্রূণ থেকে সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত হিমায়িত ভ্রূণ থেকে দেড় হাজারের বেশি শিশুর জন্ম হয়েছে আমেরিকায়। সূত্র: সিএএন।

ad-spce

আন্তর্জাতিক

ad-spce

সর্বশেষ আপডেট

জন্মেই বয়স ৩০! রেকর্ড ভেঙে পৃথিবীর আলো দেখল জোড়া শিশু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ঐতিহ্যবাহী ক্বিন ব্রীজের পাশে সুরমা নদীর উপর আরেকটি ব্রীজ নির্মাণ করা হবে: ড.এ কে আব্দুল মোমেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তিউনিশিয়াকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল অস্ট্রেলিয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ফুটবল-বিশ্বকাপ: ব্রাজিলের হয়েই পুনর্জন্ম চান নেইমার 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সৌদি আরবের দিকে তাকিয়ে মেসিরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তিউনিশিয়াকে হারিয়ে আশা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ইউএসএ এর এসোসিয়েশনের সভাপতির সাথে ইউকে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

‘আমাদের জন্য বাকি দুই ম্যাচ ফাইনালের মতো’

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথের পাঠাকইন গ্রামে নলকূপ স্থাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce