বুধবার ২রা নভেম্বর বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন।
৯টি
ওয়ার্ড নিয়ে গঠিত প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌর নির্বাচনকে ঘিরে বিরাজ
করছে উৎসবের আমেজ। মেয়র নির্বাচিত হয়ে ইতিহাসের পাতায় নাম রেখাবেন কে? অধির
আগ্রহে অপেক্ষা করছেন দেশ-বিদেশে অবস্থানরত বিশ্বনাথীরা।
পৌর
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৭জন প্রার্থী তারা হলেন বিশ্বনাথ
উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ (নৌকা)
প্রতিক, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুহিবুর রহমান (জগ)
প্রতিক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন
(হাঙ্গার) প্রতিক, যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না (মোবাইল ফোন)
প্রতিক, জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলার সভাপতি মাওলানা শিব্বির
আহমদ (খেজুর গাছ) প্রতিক, আনজুমানে আল-ইসলাস বিশ্বনাথ উপজেলার সাবেক সভাপতি
মো. ফয়জুল ইসলাম তালুকদার (
চামচ) প্রতিক, যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন (নারিকেল গাছ) প্রতিকে নির্বাচন করছেন।
নাদিম
মাহমুদ, আশরাফ হোসেন নামের দুই ভোটার বলেছেন, আমরা সৎ, যোগ্য প্রার্থীকে
নির্বাচিত করব। তারা বলেন, ভোট একটি আমানত ভোট দেওয়ার পূর্বে
প্রত্যেককে
যোগ্য দেখে ভোট দেওয়া উচিত বলে আমরা মনে করি।৯টি ওয়ার্ড নিয়ে গঠিত
বিশ্বনাথ পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ৪৭০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার
২৭৯ জন, মহিলা ভোটার ১৭ হাজার ১৯১ জন।