কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়নের ১নং রাধানগর
গ্রামের রমজান আলীর শিশুপুত্র শাহিদুল ইসলাম (৩) পানিতে ডুবে মারা
গিয়েছেন।
সোমবার (৭
নভেম্বর ) বিকাল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,
শাহিদুল ইসলামের নানাবাড়ি একই গ্রামে, সে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়,
অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পার্শ্ববর্তী বাসিন্দাদের
সহযোগিতায় উদ্ধার করে, মৃত্যু বলে নিশ্চিত হয় আত্মীয়-স্বজন।
কোম্পানীগঞ্জ
থানার ওসি (তদন্ত) আল আমীন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে অভিভাবকদের কোনো অভিযোগ নেই স্বাভাবিকভাবে শিশুটির
দাফল সম্পন্ন হবে।