বিজ্ঞপ্তি
নভেম্বর / ১৩ / ২০২২
বাংলাদেশ পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যূঞ্জয় ধর
ভোলা বলেছেন, বিগত নির্বাচনে ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকার দলীয় নির্বাচনী
প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যে পূজা পরিষদ সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক
সম্মেলনকে সফল করতে হবে। তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের প্রাণের দাবী ৭
দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সম্প্রতি ঘটে যাওয়া
সাম্প্রাদায়িক ঘটনার বিচার দ্রুত ট্রাইব্যুন্যালের মাধ্যমে সম্পূর্ণ করার
জন্য সরকারে প্রতি জোর দাবী জানান।
তিনি (১২ নভেম্বর) শনিবার পুজা
পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর রিকাবীবাজারস্থ
কবি নজরুল অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় পুজা পরিষদ সিলেট জেলা শাখার
দ্বি-বার্ষিক সম্মেলন সফলের লক্ষ্যে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির
বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয়
কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য বলেন, পাঠ্য
সূচিতে যেভাবে সাম্প্রদায়িক বীজ রোপন করে শিশুদের মগজ ধোলাই করা হচ্ছে তা
জাতির জন্য লজ্জাজনক। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ঘটনে ধর্মীয়
সংখ্যালঘুদের অবদান অনস্বীকার্য। সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠান
আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে পুজা পরিষদের ঘোষিত
কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
পূজা
উদযাপন পরিষদ সিলেট জেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা গোপিকা
শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন
ঘোষের পরিচালনায় পুজা পরিষদ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য অবসর
প্রাপ্ত অধ্যক্ষ ঋষিকেশ ধর, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক
শৈলেন কর, ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক এডভোকেট শরবিন্দু দে, দপ্তর
সম্পাদক মানিক দে, প্রচার সম্পাদক বিমল দে, সহ-সাংস্কৃতিক সম্পাদক শংকর দাস
শংকু, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিতুকান্ত দাস, সহ-গণ সংযোগ সম্পাদক
উজ্জ্বল চন্দ, কানাইঘাট উপজেলার সভাপতি ভজন লাল দাস, দক্ষিণ সুরমা উপজেলার
সভাপতি মনমোহন দেবনাথ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি অকিল বিশ্বাস, গোয়াইনঘাট
উপজেলার সভাপতি সুবাস চন্দ্র পাল ছানা, বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক
জয়ন্ত কুমার দাস, বিয়ানীবাজার উপজেলার সম্পাদক বিপ্লব চক্রবর্তী, গোলাপগঞ্জ
উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক রজত কান্তি দাস, জৈন্তাপুর উপজেলার সাধারণ
সম্পাদক দুলাল দেব, জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রাজশ বিশ্বাস,
কানাইঘাট উপজেলার সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাধারণ
সম্পাদক শিপন পাল, জেলা শাখার সদস্য নিশি কান্ত পাল, প্রতাপ তালুকদার,
পংকজ বিশ্বাস টিটু, বিদ্যুৎ সেন, গোলাপগঞ্জ উপজেলার সহ-সভাপতি প্রমোদ রঞ্জন
দাস, জকিগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন রায় প্রমুখ।
বর্ধিত
সভায় এসএমপির অন্তর্ভূক্ত থাকার কারণে গঠনতন্ত্র মোতাবেক সিলেট সদর ও
দক্ষিণ সুরমা উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং কানাইঘাট পৌর সভা
শাখার আহ্বায়ক কমিটি সাংগঠনিক অচলাব্যস্থ থাকার কারণে বাতিল ঘোষণা করা হয়।
উক্ত সম্মেলনে কুপন বহি, রিছিট বহি, ব্যানার, ফেস্টুন, গেইট, লিফলেট,
পোস্টার সহ ব্যাপক প্রচারনার মাধ্যমে জেলা সম্মেলন সফল করার জন্য সকলের
প্রতি আহ্বান জানানো হয়। উক্ত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারন
সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।