সিলেটের
বিশ্বনাথে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন
করে বিশাল মোটর শোভাযাত্রা করেছেন এক মেয়র প্রার্থী। রোবাবার (৩০ অক্টোবর)
বিকেলে বিশ্বনাথ পৌর শহরে স্বতন্ত্রের ব্যানারে থাকা মেয়র প্রার্থী
যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন এই শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি
পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উচ্চ আওয়াজে প্রায় শতাধিক
মটরসাইকেল অংশ নেয়। পাশাপাশি প্রার্থীও ছাদখোলা একটি নোহা গাড়িতে করে একটি
নারিকেল গাছ নিয়ে হাত নাড়িয়ে ভোটারদেরকে সালাম জানান।
নির্বাচনের
প্রচারণার নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় পৌরবাসীর মধ্যে নানা
প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রার্থীও ইতিমধ্যে লিখিত অভিযোগ
দিবেন বলে প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বিশ্বনাথ পৌর
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো.
আলমগীর হোসেন বলেন, মোটর শোভাযাত্রা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
প্রার্থীরা অভিযোগ দিলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া
উজেলা নির্বাহী কর্মকতাকে বলা হয়েছে।