কে কোন দল করে সেটি বিবেচিত নয়,পৌর এলাকায় যেখানে সমস্যা দেখব সেখানেই সমাধানের চেষ্টা করব।
উন্নয়নের জন্যই মানুষ ভোট দিয়েছে বলে আবারও মন্তব্য করেছেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
৮ ই নভেম্বর মঙ্গলবার বিকেলে পৌর শহরের নতুন হাবড়া বাজারে জনসাধারণের সাথে উন্মুক্ত সভায় এসব কথা বলেন।
তিনি
আরও বলেন,কোনো ধরনের দালালি চলবে না,মানুষ শান্তি চায়,উন্নয়ন চায়,জীবনের
শেষ বয়সে এজন্যই আমাকে ভোট দিয়েছে। সে কথা বিবেচনা করে পাঁচ টি বছর কাটতে
চাই।
এসময় উপস্থিত
ছিলেন,প্রবীন মুরব্বি আকল আলী,আজম আলী,আনু মিয়া,আহমদ আলী,আবদুল
মান্নান,মশাহিদ আলী,আবদুল কাদির,লিয়াকত আলী,পিয়ার আলী,নুরুল হক,তেরাব
আলী,আকবর আলী, তরুন সমাজকর্মী আবদুস সালাম,আশরাফ আলী,দিলিপ বিশ্বাস,ফয়সল
আহমেদ,জুবেল আহমদ,জনি মিয়া প্রমুখ।