বিজ্ঞপ্তি
নভেম্বর / ১১ / ২০২২
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সিলেট মহানগর শাখার নব
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের আহ্বানে বিষয় নির্ধারণী কমিটির এক সভা
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১) নভেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর
বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে এই সভার আয়োজন করা হয়।
সভায় গত ২৮ অক্টোবর
অনুষ্ঠিতব্য বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সিলেট মহানগর
শাখার ত্রি-কার্ষিক সম্মেলনে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং অদ্যকার
সভার মাধ্যমে আয়-ব্যয়ের হিসেব অনুমোদন করা হয়।
নব গঠিত কমিটির সভাপতি ও
সাধারণ সম্পাদককে আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি চুড়ান্ত করতে
করতে হবে। সিলেট মহানগর শাখার নব নির্বাচিত সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর
ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবকে সভা থেকে শুভেচ্ছা ও স্বাগত
জানিয়ে পরবর্তী আন্দোলন সংগ্রামে হাল ধরার তাগিদ দেওয়া হয়। সভায় সকলের
সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
ডিকন নিঝুম সাংমার সভাপতিত্বে ও
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ
সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির
নব নির্বাচিত সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা পান্না
লাল রায়, বীর মুক্তিযোদ্ধা বিধান কৃষ্ণ দাস, বিজয় ভূষণ ধর, বাবুল দেব, জিডি
রুমু, মনমোহন দেবনাথ, রাজ কুমার পাল রাজু, প্রদীপ ঘোষ, সৌমিত্র চৌধুরী
শ্যাম, আশীষ রায়, অপন দাস, রেভাল্ড ফিলিপস সমাদ্দার প্রমুখ।