পুণ্যভূমি ডেস্ক
মার্চ / ১০ / ২০২৩
দীর্ঘ প্রায় ৭ বছর পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিজেদের নতুন নেতৃত্ব নির্বাচন করলেন সিলেট মহানগর বিএনপির তৃণমূলের নেতারা। কাউন্সিলে নাসিম হোসাইন সভাপতি, ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক ও সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে নাসিম হোসাইন ১০৬৬ পদে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৭৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে ইমদাদ হোসেন চৌধুরী ১০৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন ৬২৩ ভোট পেয়েছেন। এছাড়াও একই পদে অপর প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ শফি সাহেদ ৪৪২ ও মোস্তফা কামাল ফরহাদ ১০৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে নগরীর রেজিস্ট্রারী মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে, যুগ্ন আহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী ও সালেহ আহমদ খছরুর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সকাল পৌনে ১১ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী।
রেজিষ্ট্রারী মাঠে কাউন্সিলররা উৎসবের আমেজের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সুষ্ঠ ভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।