সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মটর সাইকেল চাপায় জান্নাতুল
বেগম (৮)নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটি বাড়ি উপজেলার বাদাঘাট
ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে অটোরিকশা চালক এরশাদুল ইসলাম মেয়ে ও মোল্লাপাড়া
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর শিক্ষার্থী।
শনিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট-মোল্লাপাড়া সড়কে দূর্ঘটনা ঘটে। এসময় ঘাতক চালক পালিয়ে যায়।
জানাযায়,উপজেলার
বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট মোল্লাপাড়া সড়কের সাথে কামড়া বন্দ গ্রাম। সড়কের
পাশেই শিশুটির বাড়ি। শিশুটি হঠাৎ দৌড়ে সড়ক পাড়ি দিয়ে সড়কের ওপারে যাওয়ার
সময় মোল্লাপাড়া থেকে বাদাঘাট যাবার সময় মটর সাইকেলটি শিশু টিকে চাপা দেয়।
পরে গুরুত্বর আহত অবস্থায় শিশুকে স্থানীয় উদ্ধার করে জরুরি ভিত্তিতে
হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মারা যায়।
নিহতের সত্যতা নিশ্চিত করেছে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।