শিশুকে দাফনের সময় স্বজনরা দেখলেন, মাথা থেকে দেহ আলাদা!

নিজস্ব প্রতিবেদক

মে / ০৫ / ২০২৩

শিশুকে দাফনের সময় স্বজনরা দেখলেন, মাথা থেকে দেহ আলাদা!
ad-spce

সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বশীলদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে বাকরুদ্ধ স্বজনরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসবের সময় শিশু মৃত্যু হলে স্বাভাবিক মৃত্যু হয়েছে ধরে অভিভাবকরা মরদেহ বাড়ি নিয়ে দাফনের সময় দেখতে পান নবজাতকের দেহ থেকে মাথা অনেকটা আলগা করা। এ বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী রাতে হাসপাতাল প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং দায়িত্বশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগী গড়রবন্দ এলাকার আইসক্রিম বিক্রেতা অহিদুর রহমান স্ত্রী প্রসুতি রহিমা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বজনরা জানান, শিশুটি স্বাভাবিক অবস্থার চেয়ে একটু বড় হওয়ায় প্রসবে সমস্যার কথা জানিয়েছেন হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বশীলরা। বিকালে প্রসব বেদনা উঠতে প্রসুতি মাকে লেবার কক্ষে নিয়ে যাওয়া হয়। দায়িত্বশীল দুই নার্সের সাথে একজন চিকিৎসকের সহায়তায় মৃত নবজাতকের জন্ম হয়।  ডেলিভারির দায়িত্বে ছিলেন হাসপাতালের নার্স লাকী আক্তার ও সুজালা কস্তার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী স্বজনরা।
নবজাতকের পিতা অহিদুর রহমান বলেন, প্রসবের জন্য নার্সরা (লাকী ও সুজালা) পাঁচ হাজার টাকা দাবি করেন। আমরা নিরুপায় হয়ে তাদের শেষ পর্যন্ত দুই হাজার টাকায় রাজি করাই। কিন্তু সন্ধ্যা বেলা তারা জানায় বাচ্চা বড় হওয়া স্বাভাবিক প্রসব হচ্ছে না। তবে সন্ধ্যার পর বাচ্চার প্রসব হলেও সে মারা গেছে জানিয়ে একটি কাপড়ে দিয়ে পেচিয়ে মরদেহ আমাদের হাতে তুলে দেয়া হয়। তিনি জানান, স্ত্রী হাসপাতালে রেখে নবজাতকের মরদেহ দাফন করার সময় দেখা যায় তার মাথা ঘাড় থেকে আলাদা। বিষয়টি স্থানীয়দের জানালে তারা এলাকার মানুষকে জড়ো করে হাসপাতালে ছুটে আসেন।
এলাকাবাসী জানান, এমন মর্মান্তিক ঘটনা গ্রামের একটি হোয়াটস আপ গ্রুপে দেখে তারা জড়ো হয়ে হাসপাতালে এসে দায়িত্বশীলদের কাছে এর কারণ জানতে চান এবং এ ঘটনার সুুষ্ঠু বিচার দাবি করেন। সুষ্ঠু বিচারের দাবিতে তারা হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান নেন শুক্রবার ভোর পর্যন্ত। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহরিয়ার হোসেন শুভ জানান, অবহেলার অভিযোগ পাওয়া গেলে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি উধ্র্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এর বেশি তিনি আর কিছু বলেননি।
এদিকে বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের গড়রবন্দ এলাকার অহিদুর রহমান এর গর্ভবতী স্ত্রীকে সন্তান প্রসব করানোর সময় বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অসতর্ক ভাবে ডেলিভারি করতে গিয়ে বাচ্চার শরীর থেকে মাথা ছিঁড়ে ফেলে দেয়ায় সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

শিশুকে দাফনের সময় স্বজনরা দেখলেন, মাথা থেকে দেহ আলাদা!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘদিন থেকে কুয়ারপার রাস্তার কাজ বন্ধ, দুর্ঘটনা ট্রাফিক জ্যাম এলাকাবাসীর নিত্যদিনের সঙ্গী, সিসিকের ভূমিকা অসন্তোষজনক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সাহাবুদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মৌলভীবাজারের প্রবীন আইনজীবি ও ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীন আর নেই

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর উদ্যেগে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেট লেখক পরিষদের ২০২৩-২৫ সেশনের নতুন কার্যকরি কমিটি গঠন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

চলমান তীব্র লোডশেডিং নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলীর বক্তব্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পাঁচ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী যারা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce