তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
অক্টোবর / ২৯ / ২০২২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালন করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের ম‚লমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে শনিবার(২৯ অক্টোবর)সকালে তাহিরপুর থানা প্রাঙ্গণ থেকে বন্যার্ঢ র্যালীটি বের হয়ে উপজেলার গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিন করে থানা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। সভায় তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেনের সভাপতিত্বে ও এস আই নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর সার্কেল শাহিদুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জৃনাব আলী,বাদাঘাট ডিগ্রি কলেজ অধ্যাক্ষ জুনাব আলী,বীর মুক্তিযোদ্বা রফিকুল ইসলাম,হারুন অর রশিদ,উপজেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার,উপজেলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভ‚ঁইয়া,দপ্তর সম্পাদক রুকন উদ্দিন,যুবলীগ নেতা আবুল কাশেম,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজন চন্দ্র,বালিজুরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়া,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য তোজাম্মিল হক নাসরুম,জয় রায় প্রমুখ।
এসময় বক্তৃাগন বলেন,সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধম‚লক ব্যবস্থা নেওয়া,আইনি সহায়তা দেওয়া,জনগণকে সচেতন করা এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। এই কাজকে আরও বেগবান করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সকল স্থরের মানুষকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানানো হয়।