বিজ্ঞপ্তি
অক্টোবর / ২৯ / ২০২২
সিলেট বৌদ্ধ সমিতির আয়োজনে থেরবাদী বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব দানোত্তম
শুভ কঠিন চীবর দান উৎসব ও বুদ্ধা পূজা অষ্টপরিস্কার দান ও সংঘদান অনুষ্ঠান
সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ অক্টোব) ব্রাহ্মণশাসন নয়াবাজার আখালিয়ার বৌদ্ধ
বিহারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সার্বজনীন বিহার চট্টগ্রামের
অধ্যক্ষ শ্রীমৎ বজিরানন্দ মহাথের এর সভাপতিত্বে ও সিলেট বৌদ্ধ বিহার সমিতির
সহ সভাপতি চন্দ্র শেখর বড়ুয়ার পরিচালনায় দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসবে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)
দেবজিৎ সিংহ, বিশেষ অতিথি সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
বিহারাধ্যক্ষের
বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ থের, প্রধান ধর্ম
দেশকের বক্তব্য রাখেন, অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্স বজ্রযোগীনি
মুন্সিগঞ্জ ঢাকার পরিচালক করুণানন্দ থের, সদ্ধর্মদেশনায় ছিলেন, চট্টগ্রামের
বোয়ালখালীর জ্যৈষ্টপুরা সার্বজনীন শান্তিময় বিহারের অধ্যক্ষ করুণাপ্রিয়
থের, সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রজ্ঞানন্দ ভিক্ষু।
উদ্বোধনী
বক্তব্য রাখেন, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা বাবু অরুন বিকাশ চাকমা,
বক্তব্য রাখেন দানোত্তম শুভ কঠিন চীবর দান উদ্যাপন পরিষদের আহ্বায়ক বাবু
অমৃত চাকমা। ধর্মদেশনা করেন পটুয়াখালী কুয়াবাড়ীর সীমা বৌদ্ধ বিহারের
মিস্ত্রি পাড়ার পরিচালক উ-উত্তমা মহাথের। স্বাগত বক্তব্য রাখেন সমিতির
উপদেষ্টা বাবু জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল,
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি বাবু নিশুতোষ চড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু পলাশ বড়ুয়া।
অতিথিদের
ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করেন ডা. পরির সেন চাকমা, বাবু রাজু
বড়ুয়া, সুকলব বড়ুয়া, সুজন বড়ুয়া (বাধন), সুজন বড়ুয়া (টেন), বাবু মিলন
বড়ুয়া, তিতাস বড়ুয়া, লিটন বড়ুয়া, শংকর বড়ুয়া, ত্রাণজয় বড়ুয়া, সমুন বড়ুয়া,
আকাশ বড়ুয়া, জয় বড়ুয়া, বিজয় বড়ুয়া, রবি বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুবির বড়ুয়া।
পশ্চশীন
প্রার্থনা করেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা বাবু সুকান্তি বড়ুয়া, সিলেট
বৌদ্ধ সমিতির উপাসক বাবু সমিরন বড়ুয়া, উপস্থিত ছিলেন, সিলেট বৌদ্ধ সমিতির
উপদেষ্টা বাবু দেবপ্রিয় চাকমা, পিপলু বড়ুয়া, মঙ্গলাচরণ করেন করুণাপ্রীয়
থের। সকালের অনুষ্ঠানের বক্তব্য রাখেন, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার
পরিত্রাণ চাকমা ও র্যাব-৯ এর অতিক্তি পুলিশ সুপার বসু দত্ত চাকমা, দুপুরের
এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।