নিজস্ব প্রতিবেদক
এপ্রিল / ০৫ / ২০২৩
নিজস্ব প্রতিবেদক: ইবনে সিনা সিলেট আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার (৫ এপ্রিল) আমান উল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দিন, শায়েখ মাওলানা ইসহাক আল মাদানী, তিনি বলেন- রমজান মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস, এ মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছে, তিনি আরও বলেন,এই রমজানে ইতিহাস বিখ্যাত ‘বদর যুদ্ধ’ সংগঠিত হয়েছিল। বিশ্ব সভ্যতার ইতিহাসে এ দিনটি অনন্য অবস্থান দখল করে রেখেছে,নবীজি (সা.) তাদের যুদ্ধবহর সম্পর্কে জানতে পারেন। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। ৩১৩ জন মুহাজির ও আনসার সাহাবি নিয়ে তাদের মোকাবেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সাহাবায়ে কেরাম তাদের জীবন ও জীবনের অর্জিত সমস্ত সম্পদ নবীজির নিকট সমর্পণ করে দিলেন। সুতরাং রমজান মাস আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে।
হাফিজ মাওলানা আব্দুল আজিজ কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এজিএম এবং হেড অব মার্কেটিং মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে তিনি জানান- পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরা মাস জুড়ে ইবনে সিনা সিলেটের সকল শাখায় সব ধরনের পরীক্ষায় ৩৫% ছাড় দিয়েছে।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় সিলেটের সকল পেশার মানুষের উপস্থিত ছিলেন।