বিজ্ঞপ্তি
মে / ০৭ / ২০২৩
উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণের জন্য দেশব্যাপী চলমান অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগের প্রতিটি জেলা সদর হাসপাতালে এনসিডি কর্ণারের কার্যক্রম শক্তিশালী করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে বিভিন্ন স্তরের স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ শীর্ষক উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন,তিনি তাঁর বক্তব্য বলেন আমরা চিকিৎসকরা এক একজন বিভিন্ন রোগের চিকিৎসায় ব্রত আছি, কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সবাই যেন একই প্রোটকলে কাজ করতে পারি এবং এই প্রোটকল শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর জন্য প্রযোজ্য নয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে আসতে হবে।তিনি বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যেসব চিকিৎসকরা উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন তাদের সব সময় লক্ষ রাখতে হবে কোন মেডিসিন দিলে রোগীর জন্য তা কার্যকর হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, প্রোগ্রাম ম্যানেজার ডা. রফিকুস সালেহীন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার-১ ডা. রাহাত ইকবাল চৌধুরী, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার-২ ডা. এমডি আখতারুজ্জামান, স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. এমডি নূরে আলম শামীম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুঁইয়া, সিলেট বিভাগের চার জেলার সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত¡াবধায়কবৃন্দ, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদ, হাসপাতালের সিইও কর্ণেল(অব.) শাহ আবিদুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি ডিরেক্টর ডা. মাহফুজুর রহমান ভুঁইয়া, প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম জুবায়ের, ডিভিশনাল প্রোগ্রাম অফিসার সাজ্জাদ হোসাইন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেবদুলাল দে পরাগ এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সিলেট বিভাগের প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার কার্যক্রম চালু রয়েছে যেখান থেকে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস আক্রান্ত রোগীদের নিয়মিত বিনামূল্যে চিকিৎসেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। বিজ্ঞপ্তি